জিল্লুর রহমান কুয়েত প্রতিনিধিঃ ৮ নভেম্বর শুক্রবার কুয়েত আওয়ামী লীগের ফরওয়ানীয়া মহানগর শাখার উদ্যোগে জেলহত্যা দিবসের আলোচনা সভা দোয়া অনুষ্ঠিত হয়েছে। খাইতানস্থ একটি হোটেলে কুয়েত আওয়ামী লীগের ফরওয়ানীয়া মহানগর শাখার সভাপতি মোঃ বাদলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবদুর রহমান এর সঞ্চালনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুয়েত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ নজরুল। বিশেষ অতিথি যুবলীগের আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম, ফরওয়ানীয়া আওয়ামী লীগের সহ সভাপতি সামসুল আলম ও আবুল হাসেম মঞ্চে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন বাংলাদেশ যখন উন্নত বিশ্বের সঙ্গে পাল্টা দিয়ে ক্রমাগত উন্নয়ন দিকে যাচ্ছে তখন ১৮ দলীয় জোট সে উন্নয়ন নসাৎ করার জন্য ও যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য দেশে আজ একটার পর একটা অহেতুক হরতাল দিচ্ছে যা কিনা আমাদের দেশের সাধারণ জনগণের দুর্ভোগ বয়ে আনে। জেএসসি-জেডিসির পরীক্ষার কথা ও চিন্তা করে না ১৮ দলীয় জোট কেমন দেশ প্রেমিক। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ন সম্পাদক আলা উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল কাদের সহ আরো অনেকে। অনুষ্ঠানে ফরওয়ানীয়া মহানগর শাখার অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Discussion about this post