Home / ভিন্ন খবর / কুয়েতে ড্রাইভিং অবস্থায় সেলফোন ব্যবহার করে আইন লঙ্ঘনে ৫১০০০ রেকর্ড

কুয়েতে ড্রাইভিং অবস্থায় সেলফোন ব্যবহার করে আইন লঙ্ঘনে ৫১০০০ রেকর্ড

দেশটির জেনারেল ট্র্যাফিক ডিপার্টমেন্ট (জিটিডি)’র পরিসংখ্যানে ২০১৬ সালের কুয়েতে ড্রাইভিং অবস্থায় মোবাইল ব্যবহার করে আইন লঙ্ঘনে ৫১০০০ টি রেকর্ড  প্রতিবেদন প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্থানীয় এক জাতীয় দৈনিকে এই রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টে আরো উল্লেখ ড্রাইভিং অবস্থায় সেলফোন ব্যবহার করে ডাইরেক্ট আইন লঙ্ঘনে ৪০১৫৩  এবং ইনডাইরেক্ট আইন লঙ্ঘনে ১১৭৭২ তে পৌঁছেছে।

এই বছর জি.সি.সি ট্র্যাফিক সপ্তাহ ঝুকিযুক্ত দূর্ঘটনার কেন্দ্রবিন্দু হিসেবে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার বলে রিপোর্টটিতে উল্লেখ করেছেন।

ট্রাফিক বিভাগ সবাইকে কঠোর ভাবে ট্র্যাফিক নিয়মগুলি পালন করতে এবং সড়কগুলির নিরাপত্তা নিশ্চিত করতে ট্র্যাফিক বিভাগের কর্মকর্তাদের নির্দেশ ও সহযোগিতা করার মত ব্যক্ত করেন।

আরও পড়ুন...

হাজারো প্রতিকূলতায় অনলাইন ক্লাস

নজরুল ইসলাম তোফা: সারা বিশ্বসহ পুরো বাংলাদেশে করোনার করাল গ্রাসে বিপর্যস্ত। থমকে আছে জীবনের গতি। …