Home / কুয়েত / কুয়েতে দশম বর্ষে পর্দাপনে আরটিভি’র বর্ণাঢ্য অনুষ্ঠান

কুয়েতে দশম বর্ষে পর্দাপনে আরটিভি’র বর্ণাঢ্য অনুষ্ঠান

আল আমিন রানা কুয়েত প্রতিনিধি: কুয়েতে আরটিভি দশক ফোরাম আয়োজিত দশম বর্ষে পর্দাপনে আরটিভি এর বর্ণাঢ্য অনুষ্ঠান ২০১৪ কুয়েতস্থ গুলশান হোটেলে অনুষ্ঠিত হয়। আল আমিন চৌধুরী স্বপন’র সঞ্চালনায় আরটিভির কুয়েত প্রতিনিধি মুহাম্মদ জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,আব্দুল লতিফ খান কাউন্সেলর (শ্রম) বাংলাদেশ দূতাবাস কুয়েত। আরটিভিকে ধণ্যবাদ ও অভিনন্দন জানিয়ে বত্তব্য রাখেন-আজকের সূর্যোদয় ব্যুরো চীপ মোঃ ইয়াকুব, বাংলাদেশ কুরআন প্রশিক্ষন কেন্দ্র কুয়েতের সভাপতি হাফেজ নুরুল আলম। সংগঠক চুন্নু মোল্লা,জাতীয় শ্রমিক লীগ কুয়েত সভাপতি হানিফ,আল হুদার সম্পাদক মামুনুর রশিদ,দৈনিক ইয়াদ পত্রিকার কুয়েত প্রতিনিধি কবি ও সাংবাদিক আল আমিন রানা,আশরাক আলী ফেরদৌস,শাহনেয়াজ নজরুল,ইমাম উদ্দিন বাদল,হযরাত আলী মল্লিক,কাজী মুন্না,আকবর হোসেন, জামান ফারুক, শামসুদ্দোহা,প্রমুখ। অনুষ্ঠানে কুয়েতের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে আরটিভির দশম পর্দাপনের কেক কেটে আরটিভির অপ্রতিকরুদ্ধ অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা রেখে সভাপতির সমাপনী বক্তব্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘটে।

About

আরও পড়ুন...

কুয়েতে যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় সশস্ত্র বাহিনী দিবস পালিত

দেশের সব সেনানিবাস, নৌ ঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটি সহ বিদেশে বাংলাদেশ দূতাবাস …