কুয়েত প্রতিনিধিঃ ১৩ বছর বয়সী অক্ষম শিশুকে অপহরণ ও ধর্ষণের দায়ে ৭ জনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছে কুয়েতের আপিল আদালত । আসামীরা ১৮ থেকে ২৩ বছর বয়সী সাতজন এর মধ্যে চারজন কুয়েতি, একজন ইয়েমেনী, একজন ইরাকি এবং একজন বেদু ছিলো বলে রিপোটে প্রকাশ। কুয়েতির একটি আপিল আদালত বুধবার সাতজন যুবককে মৃত্যুদণ্ডে দন্ডিত করেছে। রিপোর্টে বাদীপক্ষ আইনজীবী ইব্রাহিম আল-বাথানি জানায় এই রায় চূড়ান্ত নয়, কারণ মামলাটি কুয়েতি সুপ্রিম কোর্টের কাছে যেতে হবে, সুপ্রিম কোর্টের রায় চূড়ান্ত। কুয়েতে ফাসিঁতে ঝুলিয়ে সকল মৃত্যুদন্ড কার্যকর করা হয়।
Discussion about this post