[wpdevart_like_box profile_id=”banglarbarta” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]বাংলার বার্তা: লাইসেন্স ছাড়া ঔষধ বিক্রি ও রোগী দেখার অপরাধে এক বাংলাদেশীকে গ্রেফতার করেছে কুয়েত আইনশৃঙ্খলা বাহিনী। স্থানী আরবী পত্রিকা দৈনিক আল-শাহেদ এ খবরটি রোববার প্রকাশ করে। স্থানীয় ইংরেজি পত্রিকায় আল-শাহেদ এর বরাত দিয়ে এই খবর প্রকাশ করে। হাওয়াল্লী অঞ্চলের একটি অ্যাপার্টমেন্ট অভিযান চালিয়ে পাবলিক প্রসিকিউশন দ্বারা জারি করা ওয়ারেন্ট গ্রেফতার করা হয় ঐ বাংলাদেশী কে। ঐ ব্যক্তি রোগি দেখতে জনপ্রতি ৫ দিনার ফি নিতেন বলে রিপোটে উল্যেখ করা হয়। তার রোগি বেশির ভাগই আইন ভঙ্গকারী ও পলাতক অবৈধ প্রবাসী। সে সময় পুলিশ অনুমতিহীন অসংখ্য ওষুধ জব্দ করেছে। ঐ ব্যক্তির নাম উলেখ্য করেনি সংবাদ মাধ্যমে। বাংলার বার্তা
– বাংলার বার্তা- স্বদেশে ডিগ্রি নিয়ে কুয়েত আসা বিভিন্ন দেশের ডাক্তার, ফার্মাসিষ্টরা কুয়েত সরকার এর স্বাস্থ্য মন্ত্রনালয়ের অধিনে পরিক্ষা দিয়ে পাশ করে লাইসেন্স প্রাপ্তরাই কুয়েতে বৈধভাবে কাজ করার সুযোগ পান। কুয়েত সরকার তাদের দেশে সকলের জন্য সুচিকিৎসা এতটাই নিরাপদ রেখেছেন যে কোন ফার্মেসিতে কোন প্রকার চিকিৎসা সম্পূর্ণ নিষিদ্ধ। কোন ফার্মাসিস্ট কোন রোগিকে ইন্জেকশন পুশ করারও অনুমতি নেই সেটা শুধুমাত্র সেবিকাদের তাও হাসপাতালে দিতে হবে। এখানে সাধারণ ঔষধ ব্যতিত সকল ঔষধের জন্য ডাক্তার কর্তৃক প্রেসক্রিপশন প্রয়োজন হয়।
Discussion about this post