কুয়েতে নতুন প্রধানমন্ত্রী হিসেবে শেখ সাবাহ আল খালেদ আল হামেদ আল সাবাহ কে দায়িত্ব দেয়া হয়েছে। ২৩ নভেম্বর মঙ্গলবার কুয়েতের মহামহিম আমির শেখ নাওয়াফ আল আহমেদ আল জাবের আল সাবাহ একটি ডিক্রি জারি করে কুয়েতে নতুন প্রধানমন্ত্রী হিসেবে শেখ সাবাহ আল খালেদ আল হামেদ আল সাবাহ কে নতুন মন্ত্রিসভা গঠনের দায়িত্ব দেন। কুয়েত সংবাদ সংস্থা কুনা এবং স্থানীয় গনমাধ্যম থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে। খবরটি কুয়েত নিউজ এজেন্সী কুনা’র সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ভেরিফাইড পেইজ থেকেওে গতকাল ২৩ নভেম্বর মঙ্গলবার পোষ্ট করা হয়েছে।
Discussion about this post