Home / কুয়েত / কুয়েতে প্রকৌশলী সমাবেশ

কুয়েতে প্রকৌশলী সমাবেশ

আল আমিন রানা : বিশেষ প্রতিনিধি- বাংলাদেশ ডিল্পোমা ইঞ্জিনিয়ার সোসাইটি কুয়েত (বাদেশীক) এর সাধারন সদস্যদের উদ্যোগে কুয়েতস্থ গ্রীন

আইসল্যান্ড পার্কে শুক্রবার দিন ২৬শে ফ্রেরুয়ারী ২০১৬ ইং প্রকৌশলী সমাবেশ ও মিলন মেলা ও আলোচনা সভা, সাংস্কৃকিত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাদেশীককে আরো গতিশীল করার লক্ষ্যে উক্ত আলোচনা সভায় বাদেশীকের সিনিয়ার সদস্য ইফতেখার হামিদ কে আহবায়ক করে ১৭ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটির ঘোষনা করা হয়।

উক্ত অনুষ্ঠানে বাদেশীকের সকল সদস্যবৃন্দ ও তাদের পরিবার পরিজন এবং কুয়েতের বিভিন্ন সামাজিক, রাজনৈতীক ও সাংস্কৃতিক সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিশুদের ও বড়দের বিভিন্ন আকর্ষনীয়

খেলাধুলার আয়োজন করা হয় এবং খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশলী কাজী মঞ্জুরুল আলম, সামছুল হক, মাহাবুব আলম, ইদ্রিস আলী, হুমায়ুন

কবির রেজা, হযরত আলী, বাদল, ফরহাদ, তুহিন, শামীম, আবু সাইদ, এনায়েত, মান্নান,মাহমোদ,জসিম,নিরুপন

চাকমা,শামিম প্রমুখ।

About

আরও পড়ুন...

কুয়েতে জাঁকজমকভাবে শেষ হল মুজিববর্ষ ক্রিকেট টুর্নামেন্ট

কুয়েতে ঝাকঝমক ভাবে অনুষ্ঠিত হলো মুজিববর্ষ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা,  ইতিহাস সৃষ্টি হলো স্থানীয় নাগরিক …

error: Content is protected !!