আবু সাদেক রিপন,কুয়েত :: প্রবাসীরা কর্ম ব্যস্ততার মাঝেও কিছুটা অবসরে লিখতে বসেন তাদের ক্ষুদ্র প্রচেষ্টা লিখনীর মাধ্যমে চেষ্ট করে সমাজকে সুন্দর ও সামনের দিকে এগিয়ে নিতে। একুশে বই মেলায় কুয়েতে প্রবাসী ১০ নবীন প্রবীন কবিদের সমম্বিত কাব্যগ্রন্থ কবিতার অরণ্য প্রকাশিত হয়েছে। আর টু প্রকাশনীর প্রকাশনায় ও বেগম শাহেদা বেলাল সম্পাদনায় কবিতার অরণ্য বই টি লিখেছে দেশের বিভিন্ন জেলার কবিরা তারা হলেন চাঁদপুর জেলার কচুয়া থানা আল ইমরান শিকদার, সুনামগঞ্জ জেলার আলহাজ্ব আব্দুল আউয়াল, সিলেটের জকিগঞ্জ থানার বেগম শাহেদা বেলাল, বাগেরহাট জেলার বাগেরহাট সদর সদর থানার এইচ এম হুমায়ুন কবীর, সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার বেলাল হোসেন ইসাকুল, ফরিদগঞ্জ জেলার ভাংঙ্গা কুমারগঞ্জ থানার এম এম মিঠু, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মোঃ আহসান উল্ল্যাহ, বরিশাল জেলার উজিরপুর থানার আব্দুর রহিম, সিলেটের গোয়াইনঘাট থানার জামিল হোসেন, গাজীপুর কালীগঞ্জ থানার অতুল আই গমেজ। প্রিয় পাঠকরা মেলায় স্টল নং – ৩২১ হতে তাদের প্রিয় প্রবাসী কবিদের লেখা কবিতার অরণ্য বইটি সংগ্রহ করতে পারবেন।
আরও পড়ুন...
স্বপ্নের সাতকাহন এর মোড়ক উম্মোচিত
বাংলা একাডেমী কর্তৃক আয়োজিত বই মেলায় মোড়ক উম্মোচিত হলো প্রবাসী কবি সাংবাদিক এবং সম্পাদক নাসরিন …