Home / কুয়েত / কুয়েতে ফেনী স্পোর্টিং ক্লাবের অভিষেক ও পরিচিতি সভা

কুয়েতে ফেনী স্পোর্টিং ক্লাবের অভিষেক ও পরিচিতি সভা

কুয়েতে জিলিব আল সুয়েখের একটি হোটেল শুক্রবার রাতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে । ক্লাবের সভাপতি মোমিন আল করিমের সভাপতিত্বে এবং মোয়াজ্জেম হোসেন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েতে এর সভাপতি জাহাঙ্গীর খান পলাশ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিম উদ্দিন সভাপতি চিটাগাং স্পোর্টিং ক্লাব, তারেক হাসান প্রতিষ্ঠাতা হাদিয়া স্পোর্টিং ক্লাব, হযরত মল্লিক সভাপতি দোয়েল স্পোর্টিং ক্লাব, সাইদ নূর প্রধান উপদেষ্টা জিলিব প্রবাসী ক্লাব, ফখরুল ইসলাম জিলিব প্রজেক্ট ম্যানেজার, হুমায়ূন আলী সভাপতি জিলিব ক্লাব, সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন, মোহাম্মদ হেবজু ।

অনুষ্ঠানে বক্তারা স্বাধীনতা দিবস উপলক্ষে টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছেন ঐ খেলায় সকল প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান করেন। অনুষ্ঠানে ক্লাবের নবগঠিত কমিটির সহ সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ সবুজ, শিবলু, মোঃ সোহাগ, ক্যাপ্টেন আইয়ুব আলী সহ অসংখ্য প্রবাসী উপস্থিত ছিলেন ।

About বাংলার বার্তা

আরও পড়ুন...

কুয়েতে সুনাম বয়ে আনবে দক্ষ জনশক্তি নার্স

বাংলার বার্তাঃ মধ্যপ্রাচ্যের অন্যতম ধনীদেশ কুয়েত, এখানে দক্ষ, আধা-দক্ষ, স্বল্প দক্ষ জনশক্তির রয়েছে অসংখ্য চাহিদা। …