৮ নভেম্বর শুক্রবার কুয়েতের বাংলাদেশ দূতাবাস এক প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করে। স্থানীয় হাসাবিয়া আল নাসের স্টেডিয়ামে প্রবাসী বাংলাদেশিরা লাল ও সবুজ দলে বিভক্ত হয়ে এই খেলায় অংশ নেয়। কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আসহাব উদ্দিন, দূতাবাস প্রধান কে এম আলী রেজা, ডিফেন্স অ্যাট্যাচে ব্রিগেডিয়ার জেনারেল নাছিমুল গনিসহ কমিঊনিটির নেতৃবৃন্দ ও প্রবাসী তরুণরা এই খেলায় অংশ নেয়।
খেলাটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আতাউল গনি মামুন, ইঞ্জিনিয়ার দিপু, হাজী জুবায়ের আহমেদ, ফয়েজ কামাল, আবুল হাসেম এনাম, আকতারুজ্জামান, হুমায়ুন কবির মায়মুনসহ আরো অনেকে।
পুরস্কার বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মেজর জেনারেল আসহাব উদ্দিন জানান বাংলাদেশ কমিঊনিটির সবাইকে একত্রিত করতে তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন। বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড থেকে সাধারণ প্রবাসীদের বিরত রাখতে তিনি আরো কিছু উদ্যোগ নিয়েছেন। কমিঊনিটির সহযোগিতায় তা পর্যায়ক্রমে তিনি বাস্তবায়ন করবেন।
প্রথম আলো পত্রিকায় প্রকাশিত খবরটি দেখতে নিচের লাইনটিতে ক্লিক করুন |
Discussion about this post