Home / কুয়েত / কুয়েতে বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের সীরাত সেমিনার

কুয়েতে বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের সীরাত সেমিনার

মঈন উদ্দিন সরকার সুমন, কুয়েত: বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েত-এর উদ্যোগে বৃহস্পতিবার বাদ এশা হাওয়াল্লী জামিয়াতুল ইসলাহ অডিটেরিয়ামে এই সীরাত সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ব শান্তির অগ্রদূত হযরত মুহাম্মদ (স.)-এর জীবনী নিয়ে কোরআন হাদীসের আলোকে সেমিনারে বক্তারা বিশদ আলোকপাত করেন।

বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েত-এর সভাপতি হাফেজ মাওলানা নুরুল আলমে’র সভাপতিত্বে এবং ইঞ্জিনিয়ার রমজান আলীর সঞ্চালনায় সেমিনারে আলোকপাত করেন কুয়েত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোস্তাকুল হাসান খান, মাওলানা মোস্তাকুর রহমান, সংগঠনের সেক্রেটারি মো. ওয়াহীদুর রহমান, কুয়েতি মেহমান সাদ আল নাসোয়ান। অনুষ্ঠানে কুয়েতের বিভিন্ন অঞ্চলের অসংখ্য পুরুষ ও নারী প্রবাসী উপস্থিত ছিলেন।

কুয়েতে বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র ফরওয়ানীয়া অঞ্চল কর্তৃক সীরাত মাহফিলের আয়োজন করা হয়।

শুক্রবার কুয়েতে ফরওয়ানীয়াস্থ মসজিদ রুয়াইশিদে বাদ মাগরিব এ কে এম শামসুদ্দোহার সভাপতিত্বে ও আব্দুস সালামের সঞ্চালনায় মাহফিলে রাসুল (স.)-এর জীবন চরিত নিয়ে আলোচনা করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা নুরুল আলম, সেক্রেটারি মো. ওয়াহীদুর রহমান, কেন্দ্রীয় নেতা মো. মোজাম্মেল হোসেন, মাওলানা মোশতাকুর রহমান, মাওলানা মাশহুদুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন মো. আবদুস সামাদ, মো. নুরুল হক, মো. হাবিব উল্লাহসহ অসংখ্য প্রবাসী।

আরও পড়ুন...

দায়িত্ব সঠিকভাবে পালন করলে সুফল বয়ে আনবেই বিমান ম্যানেজার হাফিজ

কুয়েত প্রতিনিধি: পেশাগত দায়িত্ব সঠিকভাবে পালন করলে সুফল বয়ে আনবেই, বিদায় কালে এমনটাই বললেন কুয়েতে …

error: Content is protected !!