কুয়েতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন এর আয়োজনে ঈদ পুনমিলনি ও টি-১০ কিং কাপ ক্রিকেট টুর্নামেন্ট। আব্বাসিয়া ক্রিকেট গ্রাউন্ডে বি-বাড়িয়া একাদশ কে৭ রানে হারিয়ে বিজয় হয় জাহারা স্পোর্টিং ক্লাব। বি,বাড়িয়া একাদশ, কুয়েত, টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। অপর দিকে জাহারা স্পোর্টিং ক্লাব প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেটের বিনিময় ১০৯ রান সংগ্রহ করেন । জবাবে বি.বাড়ীয়া একাদশ ৫ উইকেট হারিয়ে ১০ ওভারে ১০২ করলে জাহারা স্পোর্টিং ক্লাব ৭ রানে জয়ী হয়। বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন এর সভাপতি জাহাঙ্গীর খান পলাশের সভাপতিত্বে ও মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি মাহফুজুর রহমান মাহফুজ, বিশেষ অতিথি সংগঠনের উপদেষ্টা শওকত আলী, মঈন উদ্দিন মঈন, সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন, আ.হ জুবেদ, সিনিয়র সহসভাপতি নাজিম উদ্দীন, শেখ মনির আহমেদ, আকাশ আহমেদ মিলন, ওমর ফারুক, হাসানজামান, আনোয়ার, ফয়েজ,আব্দুলা আল মামুন, ইসমাইল, আনোয়ার কালাম সহ এসোসিয়েশনের সকল কর্মকতাবৃন্দ।উপস্থিত অতিথিরা চ্যাম্পিয়ন জাহারা স্পোর্টিং ক্লাব ও রানার্স আপ বি.বাড়ীয়া একাদশ বিজয়ী খেলোয়াড়দের মধ্যে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি ও ম্যাডেল বিতরন করেন। সে সময় অসংখ্য প্রবাসী ও বিভিন্ন ক্লাবের ম্যানেজার ও খেলোয়ারবৃন্দ উপস্থিত ছিলেন।
Home / কুয়েত / কুয়েতে বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন এর আয়োজনে ঈদ পুনমিলনি ও টি-১০ কিং কাপ ক্রিকেট টুর্নামেন্ট
আরও পড়ুন...
কুয়েতে সুনাম বয়ে আনবে দক্ষ জনশক্তি নার্স
বাংলার বার্তাঃ মধ্যপ্রাচ্যের অন্যতম ধনীদেশ কুয়েত, এখানে দক্ষ, আধা-দক্ষ, স্বল্প দক্ষ জনশক্তির রয়েছে অসংখ্য চাহিদা। …