Home / কুয়েত / কুয়েতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ফরওয়ানীয়া প্রদেশে এর উদ্দোগে ইফতার মাহফিল

কুয়েতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ফরওয়ানীয়া প্রদেশে এর উদ্দোগে ইফতার মাহফিল

মঈন উদ্দিন সরকার: কুয়েতে খাইতান সুন্দরবন হোটেলে যুবদল ফরওয়ানীয়া প্রদেশের উদ্দোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ফরওয়ানীয়া প্রদেশের সভাপতি শাহ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কুয়েত রাজ্য শাখার সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ। বিশেষ অতিথি কুয়েত যুবদল প্রতিষ্ঠাতা সাধারণ সম্পদক আজিজ উদ্দিন মিন্টু, আনিছুল হক উল্কা, দেলোয়ার হোসেন আকন্দ, শাহজাহান সবুজ। আরো ছিলেন মহসিন মানিক, ওমর গাজী, ইসমাইল, নাছির, লোকমান সহ বিভিন্ন প্রদেশের নেতৃবৃন্দ। সভায় কেন্দ্রীয় দলের ঘোষিত আন্দোলন কে আরো জোরদার করতে সকলকে ঐক্য হবার আহবান জানিয়ে বক্তব্য রাখেন  মোস্তফা ফারুকী সিনিয়ির সহ সভাপতি ফরওয়ানীয়া,  সহ সভাপতি আব্দুল্লাহ ও রমজান আলী সহ আরো অনেকে।  সভা শেষে বেগম জিয়ার দীর্ঘায়ু সহ দেশ ও জাতীর শান্তী কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে অতিথিদের মাঝে ইফতার পরিবেশনের করা হয়।

About

আরও পড়ুন...

কুয়েতে ফেনী স্পোর্টিং ক্লাবের অভিষেক ও পরিচিতি সভা

কুয়েতে জিলিব আল সুয়েখের একটি হোটেল শুক্রবার রাতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই পরিচিত সভা …

error: Content is protected !!