Home / কুয়েত / কুয়েতে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর এর মেয়ের কুলখানির সম্পন্ন

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর এর মেয়ের কুলখানির সম্পন্ন

Latif Home (1)কুয়েতে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ও যুগ্ম সচিব আবদুল লতিফ খানের মেয়ে মরহুমা সামরিয়া সাবাতিনা লতিফ এর কুলখানির অনুষ্ঠিত হয়েছে। কুয়েতে জাবরিয়াস্থ কাউন্সিলর এর বাস ভবনে বৃহস্পতিবার রাতে মিলাদ মাহফিল, দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে কুলখানির আনুষ্ঠানিকতা শেষ হয়। অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম, কাউন্সিলর ও দূতালয়প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান, প্রতিরক্ষা উপদেষ্টা শাহ্ সাগিরুল ইসলাম সহ দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারী, বিএমসির কর্মকর্তাগন সহ অসংখ্য প্রবাসী সূধীজন সাংবাদিক দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। ২৩ জুলাই কানাডায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুয়েতে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ও যুগ্ম সচিব আবদুল লতিফ খানের মেয়ে সামরিয়া সাবাতিনা লতিফ লিরা (২৪) নিহত হন।Latif Home (2)

About admin

আরও পড়ুন...

কুয়েত প্রবাসী অধ্যাপক মোহাম্মদ বেলাল আহমদ আর নেই

কুয়েত প্রবাসী অধ্যাপক মোহাম্মদ বেলাল আহমদ (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার (১৪মার্চ) সকাল …