Home / কুয়েত / কুয়েতে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর এর মেয়ের কুলখানির সম্পন্ন

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর এর মেয়ের কুলখানির সম্পন্ন

Latif Home (1)কুয়েতে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ও যুগ্ম সচিব আবদুল লতিফ খানের মেয়ে মরহুমা সামরিয়া সাবাতিনা লতিফ এর কুলখানির অনুষ্ঠিত হয়েছে। কুয়েতে জাবরিয়াস্থ কাউন্সিলর এর বাস ভবনে বৃহস্পতিবার রাতে মিলাদ মাহফিল, দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে কুলখানির আনুষ্ঠানিকতা শেষ হয়। অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম, কাউন্সিলর ও দূতালয়প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান, প্রতিরক্ষা উপদেষ্টা শাহ্ সাগিরুল ইসলাম সহ দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারী, বিএমসির কর্মকর্তাগন সহ অসংখ্য প্রবাসী সূধীজন সাংবাদিক দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। ২৩ জুলাই কানাডায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুয়েতে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ও যুগ্ম সচিব আবদুল লতিফ খানের মেয়ে সামরিয়া সাবাতিনা লতিফ লিরা (২৪) নিহত হন।Latif Home (2)

About admin

আরও পড়ুন...

কুয়েতে যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় সশস্ত্র বাহিনী দিবস পালিত

দেশের সব সেনানিবাস, নৌ ঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটি সহ বিদেশে বাংলাদেশ দূতাবাস …

error: বাংলার বার্তা থেকে আপনাকে এই পৃষ্ঠাটির অনুলিপি করার অনুমতি দেওয়া হয়নি, ধন্যবাদ