Home / প্রবাস / কুয়েতে বাংলাদেশ দূতাবাসে শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকী পালিত

কুয়েতে বাংলাদেশ দূতাবাসে শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকী পালিত

বাংলাদেশ দূতাবাস কুয়েতে যথাযােগ্য মর্যাদায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার দূতাবাসের বঙ্গবন্ধু কর্ণারে অনুষ্ঠিত আলোচনা সভায় রাষ্ট্রদূত মেজর জেনারেল মােঃ আশিকুজ্জামান , এনডিসি , এএফডব্লিউসি , পিএসসি , জি এর সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলাম এর পরিচালনায় এতে
দূতাবাসের কর্মকর্তা – কর্মচারীবৃন্দ , কুয়েতে বাংলাদেশ কমিউনিটির নানা শ্রেণী পেশার প্রবাসীরা সহ  গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহন করেন ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয় । এ সময় ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদদের এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ মুক্তিযােদ্ধা , যুদ্ধাহত মুক্তিযােদ্ধার অত্মার মাগফেরাত এবং বাংলাদেশের উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মােনাজাত করা হয় ।

অনুষ্ঠানে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনীর উপর নির্মিত প্রামান্য ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
এছাড়াও শহীদ ক্যাপ্টেন শেখ কামালের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন দূতাবাসের প্রথম সচিব ( পাসপাের্ট ও ভিসা ) মােঃ ইকবাল আখতার ও প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মাের্শেদ।

আলােচনা পর্বে কুয়েতে বাংলাদেশ কমিউনিটির নানা শ্রেণী পেশার প্রবাসীরা অংশগ্রহন করেন। বক্তারা এ সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধে , ক্রীড়াঙ্গনে এবং বাংলাদেশের উন্নয়নে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের অবদানসহ তার জীবনের গুরুত্বপূর্ন দিকগুলাে তুলে ধরে বক্তব্য প্রদান করেন ।

রাষ্ট্রদূত মেজর জেনারেল মােঃ আশিকুজ্জামান , এনডিসি , এএফডব্লিউসি , পিএসসি , জি তাঁর বক্তব্যের শুরুতে ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদদের এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ মুক্তিযােদ্ধা , যুদ্ধাহত মুক্তিযােদ্ধা এবং মুক্তিযােদ্ধাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন । এ সময় তিনি বলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহিদ ক্যাপ্টেন শেখ কামাল ছাত্রসমাজকে সংগঠিত করেন এবং মহান মুক্তিযুদ্ধে স্বক্রিয়ভাবে অংশগ্রহন করেন । তিনি মুক্তিযুদ্ধকালীন মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানীর এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন।

রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে খেলােয়ার এবং ক্রীড়া সংগঠক হিসেবে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের অসামান্য অবদানের কথা তুলে ধরে বলেন বাংলাদেশের ক্রীড়া ও সংস্কৃতির উন্নয়নের এবং বিকাশে যে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন তা বাংলাদেশের জনগণের কাছে বিশেষত যুব সমাজের কাছে অফুরন্ত অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে ।

About বাংলার বার্তা

আরও পড়ুন...

কুয়েতে সুনাম বয়ে আনবে দক্ষ জনশক্তি নার্স

বাংলার বার্তাঃ মধ্যপ্রাচ্যের অন্যতম ধনীদেশ কুয়েত, এখানে দক্ষ, আধা-দক্ষ, স্বল্প দক্ষ জনশক্তির রয়েছে অসংখ্য চাহিদা। …