ঐতিহাসিক মুজিবনগর দিবস দেশের বিদেশের মত কুয়েতেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। বাংলাদেশ দূতাবাস কুয়েত এর উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দূতাবাসের প্রথম সচিব (শ্রম) কে.এম.আলী রেজা’র সঞ্চালনায় মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আস্হাব উদ্দীন, এনডিসি, পিএসসি, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে মহামাণ্য রাষ্ট্রপতির বানী পাঠ করেন বিগ্রেডিয়ার জেনারেল নাসিমুল গণি, প্রধান মন্ত্রীর বানী পাঠ করেন দূতাবাসের ১ম সচিব এম. এ. জলিল। ঐতিহাসিক মুজিব নগর সরকারের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী এম. এ. হান্নান। অনুষ্ঠানে কুয়েত প্রবাসী মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজি, সাংস্কৃতিক, সাংবাদিক সহ বাংলাদেশ কমিউনিটির অসংখ্য প্রবাসী উপস্থিত ছিলেন।
Discussion about this post