বাংলার বার্তা কুয়েত প্রতিনিধিঃ বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার (PSO) লেফটেন্যান্ট জেনারেল মোঃ মইনুল ইসলাম BGBM , AWC সংক্ষিপ্ত সরকারি সফরে কুয়েতে আসেন। সে সময় তিনি কুয়েতে বাংলাদেশ মিলিটারি কন্টিজেন্ট (বিএমসি) আকস্মিক পরিদর্শন করেন। কুয়েতে (বিএমসি)’র সকল কার্যক্রম সম্পর্কে অবহিত করেন বিএমসি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম শামীম -উজ-জামান BSP, ndc, psc,। সফরকালে তিনি বাংলাদেশের সৈন্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সঙ্গে প্রীতিভোজে অংশ নেন। সে সময় উভয়ের মধ্যে স্মারক হস্তান্তর করা হয়। তিনি ৩ আগস্ট থেকে ৫ আগস্ট পর্যন্ত সেখানে অবস্থান করেন।
Discussion about this post