Home / কুয়েত / কুয়েতে বাউল সম্্রাট শাহ্ আব্দুল করিমের জন্মবার্ষিকী পালন

কুয়েতে বাউল সম্্রাট শাহ্ আব্দুল করিমের জন্মবার্ষিকী পালন

কুয়েতে বাউল স¤্রাট শাহ্ আব্দুল করিমের জন্মবার্ষিকী পালন করা হয়। শাহ্ আব্দুল করিম স্মৃতি পরিষদ কুয়েত শাখার সভাপতি জুবায়ের আহম্মদ জুবের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম শ্রম সচিব কে. এম. আলী রেজা। বিশেষ অতিথি আব্দুল খালিক চৌধুরী সহ সকল বক্তা কিংবদন্তী এই বাউল স¤্রাট এর জীবনি নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষথেকে গণজাগরণের প্রজন্ম চত্বর’র আন্দোলনে একাত্মতা প্রকাশ করা হয়। সে সময় কুয়েত প্রবাসী বিভিন্ন সংগঠনের অসংখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

watch?feature=player_detailpage&v=Xgxnz34roVk

About

আরও পড়ুন...

কুয়েতে ফেনী স্পোর্টিং ক্লাবের অভিষেক ও পরিচিতি সভা

কুয়েতে জিলিব আল সুয়েখের একটি হোটেল শুক্রবার রাতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই পরিচিত সভা …

error: Content is protected !!