মঈন উদ্দিন সরকার সুমন-কুয়েত| কুয়েতে বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টের (বিএমসি) কমান্ড সদর দপ্তর সোবহানে নানা আয়োজনের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় ৪৫ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত করেছে। ২৭ মার্চ রবিবার দুপরে অনুষ্ঠানের শুরুতে কেক কাটা হয়। সে সময় কুয়েতে বিএমসির ক্রমধারার ওপর চিত্র প্রদর্শনী ও আলোচনা করেন বিএমসি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম শামীম-উজ-জামান বিএসপি, এনডিসি, পিএসসি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েত সশস্ত্র বাহিনীর মেজর জেনারেল ইবরাহিম এস আল ওমাইরি পিএসসি সহ কুয়েতে বাংলাদেশ দূতাবাসের চার্য দ্যা এ্যাফায়ার্স কাউন্সিলর এস.এম. মাহবুবুল আলম, কুয়েত সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও বেসামরিক ব্যক্তিদের অনেকে আমন্ত্রিত অতিথি হিসেবে এতে যোগ দেন। প্রীতিভোজ এর মাধ্যমে অতিথিদের আপ্যায়ন করা হয়।
Discussion about this post