মুহাম্মদ জালালউদ্দিন, কুয়েতঃ বাংলাদেশ জাতীয়তবাদী দল ফরওয়ানিয়া প্রদেশ (উত্তর) শাখা কুয়েত’র উদ্যোগে মহান স্বাধীনাত ও জাতীয় দিবস উপলক্ষে ৩০ মার্চ ২০১২ইং ফরওয়ানিয়া ইকো হোটেলে আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। মাওলানা নুরুন্নবী পবিত্র কুরআন থেকে তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। কুয়েত বি.এন.পি ফরওয়ানিয়া প্রদেশ শাখার সভাপতি আ.ন.ম. তোহা মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুয়েত বি.এন.পি’র সাধারন সম্পাদক প্রকৌশলী কাজী মঞ্জুরুল আলম। বিশেষ অতিথি কুয়েত বি.এন.পি’র সহ সভাপতি আল আমিন চৌধুরী স্বপন, নাসের মর্তুজা, মাঈন উদ্দিন, নুরুল ইসলাম মাষ্টার, আব্দুল কাদের মোল্লা, বাংলাদেশ কুরআন প্রশিক্ষন কেন্দ্র কুয়েত’র সভাপতি হাফেজ মাওলানা নুরুল আলম, সাধারন সম্পাদক অহিদুর রহমান, কুয়েত বি.এন.পি’র যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান, আবুল হাশেম এনাম, সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবীর মায়মুন, সাধারন সম্পাদক শফিউল্লা লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন আব্দুল কাদের, রফিকুল আলম সুমন, জাকির হোসেন গাজী, আবুল বাশার, প্রকৌশলী সায়িদ হোসেন, শের আলী খাঁন, কবীর হোসেন, আবুল কাশেম, আব্দুল লতিফ, উছমান গনি প্রমুখ। এছাড়া রাজনৈতিক, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন মিথ্যা, বানোয়াট, হয়রানীমূলক মামলা হামলা করে আন্দোলন দমানো যাবেনা। যুদ্ধাঅপরাধীদের বিচার আমরাও চাই কিন্তু প্রহসন মূলক বিচার করলে বাংলাদেশের জনগন তা মেনে নিবে না। কুয়েত প্রবাসীদের পক্ষ থেকে বলা হয় তত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন মেনে নিবেনা। খালেদা জিয়া ও তারেক রহমান সহ বি.এন.পি’র সকল নেতা কর্মী’র উপর ষড়যন্ত্র মূলক বানোয়াট ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।
Discussion about this post