
বাংলার বার্তাঃ সমৃদ্ধির প্রত্যাশায় কুয়েত প্রবাসী বৃহত্তর ঢাকাবাসীর কল্যাণে কাজ করার প্রত্যয়ে ঢাকা সমিতি কুয়েত এর কমিটি ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন করেন সংগঠনের নেতৃবৃন্দ। কুয়েত সিটির রাজধানী হোটেলে ২০ মে শুক্রবার দুপরে সংগঠনের উপদেষ্টা আল আমিন চৌধুরী স্বপন নব গঠিত কমিটির সভাপতি সোয়েব আহম্মেদ ও সাধারণ সম্পাদক হাবীবুর রহমান হাবীব’র নাম ঘোষণা করেন। কুয়েত প্রবাসী ঢাকাবাসীর কল্যাণে কাজ করা সহ ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা সম্পূর্ণ অরাজনৈতিক এই সংগঠনের মূল্য কাজ বলে সাংবাদিকদের জানান নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলে সবার সম্মতিক্রমে এই কমিটি কন্ঠ ভোটের মাধ্যমে কার্যকরি পরিষদ গঠন করেন। কমিটির ১০১ সদস্য বিশিষ্ঠ কার্যকরি পরিষদের পূর্ণাঙ্গ কমিটি অতিসত্তর অভিষেক এর মাধ্যমে তাদের যাত্রা শুরু করবেন। সে সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা মোস্তফা ফিরোজ বদু, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, সিনিয়র সহ সভাপতি রমিজ দেওয়ান, সহ সভাপতি আব্দুল আওয়াল খাঁন, হযরত আলী মল্লিক, আনিসুর রহমান, শফিকুর রহমান শফিক, আব্দুল মোতালেব, আব্দুস সোবহান, জাহিদুর রহমান, নাছের, আলা উদ্দিন, নুর হোসেনসহ সংগঠনের উল্লেখ্যযোগ্য নেতৃবৃন্দ।
