কুয়েত ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত টি২০ প্রিমিয়ার লিগ ডি ডিভিশনে খেলে চ্যাম্পিয়ন হয়েছে প্রবাসী বাংলাদেশীদের দল ওসমানী ক্রিকেট ক্লাব । গতকাল ফাইনাল খেলায় সুলাইবিয়া ক্রিকেট গ্রাউন্ডে কুয়েতে ভারতী প্রবাসীদের দল সিজেন চ্যালেঞ্জার ব্যাট করতে নেমে প্রবাসী বাংলাদেশী খেলোয়াড়দের তোপের মুখে পড়ে ১৭ ওভারে অল উইকেট হারিয়ে ৮৫ রান করতে সক্ষম হন । এর বিপরিতে প্রবাসী বাংলাদেশীদের দল ওসমানী ক্রিকেট ক্লাব ১৭ ওভার এক বলে তিন উইকেটেই টার্গেট পুরন করে জয়ের শিরোপা অর্জন করে। খেলায় ম্যাচ সেরা মুকুট অর্জন করে মোহাম্মদ নাহিদ।
Discussion about this post