কুয়েতে মসজিদ থেকে এয়ার-কন্ডিশন চুরি করার সময় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এমন খবর স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। সূত্র জানায় কুয়েতে ফাহাদ আল-আহমদ অঞ্চলের একটি মসজিদের নিকটে গাড়ী (হাল্ফ লরি) দাঁড় করিয়ে ঐ গাড়ীতে এক ব্যক্তি এয়ার-কন্ডিশন উঠাতে দেখে স্থানীয় এক কুয়েতী নাগরিকের সন্দেহ হয়। তখন ঐ কুয়েতি আইনশৃঙ্খলা বাহিনীর অপারেশনস রুমে ফোন করলে ঘটনাস্থলে নিরাপত্তাকর্মীরা এসে অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রেফার করে। গ্রেপ্তারকৃত ঐ ব্যক্তি কোন দেশের নাগরিক তা উল্লেখ্য করা হয়নি। কুয়েতে মসজিদ থেকে এয়ার-কন্ডিশন চুরির এমন ঘটনা পূর্বে কখনো শোনা যায়নি।
Discussion about this post