নিজস্ব প্রতিনিধি,কুয়েতঃ মিরসরাই বাসীর সুখ-দুঃখের সাথী মিরসরাইয়ের কৃতি সন্তান ও সাবেক উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন ও বারইয়ারহাট পৌরসভার সাবেক প্যানেল মেয়র ইমাম হোসেন কুয়েতে আগমন উপলক্ষে গণ সংবর্ধনা দিয়েছে কুয়েত মিরসরাই প্রবাসী। শুক্রবার (১২ মে) কুয়েতে জিলিব আল সুয়েখ একখন্ড বাংলাদেশ খ্যাত হাসাবিয়া আমান হোটেলে এই গণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা মাষ্টার তাজুল ইসলামের সভাপতিত্বে ও মোঃ রাশেদ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও বাংলাদেশ কমিউনিটি কুয়েত সাধারণ সম্পাদক ফয়েজ কামাল, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আহমেদুর রহমান মাসুম, মুক্তিযোদ্ধা রিদোয়ানুল হক, আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ নজরুল, শেখ আব্দুল আহাদ,দূতাবাস কর্মকর্তা আনোয়ার শাহাদাত, বিশিষ্টি ব্যবসায়ী আমান উদ্দিন, সাইফুউদ্দিন নুর উদ্দিন সহ মিরসরাই উপজেলার দুই শতাধিক প্রবাসী উপস্থিত ছিলেন । শুক্রবার সন্ধ্যা বিদেশের মাটিতে প্রিয় নেতার আগমনের খবর পেয়ে কুয়েতের বিভিন্ন এলাকা হতে সৌজন্য সাক্ষাৎ করতে নেতাকর্মীরা ও মিরসরাই প্রবাসীরা ছুটে আসেন হাসাবিয়ায়। ত্যাগী ও প্রিয় নেতার সানিধ্য পেয়ে স্মৃতি হিসেবে ধরে রাখতে সেলপিতে মেতে উঠে সবাই । কুয়েত মহানগন আওয়ামী লীগের পক্ষ হতে ফুলে শুভেচ্ছা জানানো হয় । এছাড়াও আগত এই দুই অতিথি কুয়েতের আরো বেশ কয়েকটি সামাজিক সংগঠন ও রাজনৈতিক অনুষ্ঠানে যোগদান করবেন বলে জানান। আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন বলেন, এদেশে হাজারো কষ্ট শিকার করে উন্নত জীবন যাপনে আসা প্রবাসীরা যাদের কষ্টাঅর্জিত অর্থ দেশের রেমিট্রেন্স শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তিনি আরো বলেন প্রবাসে মাটিতে যাতে দেশের সুনাম নষ্ট না হয় সে আহবান করেন এবং কুয়েতে মিরসরাই প্রবাসীরা একে অন্যের বিপদ আপদে এগিয়ে আসতে পারে সেজন্য সকল মিরসরাই প্রবাসীকে ঐক্য ও কমিউনিটি থাকার পরার্মশ দেন।
Discussion about this post