দিবসটি উপলক্ষে ১৭ এপ্রিল শনিবার সকালে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহীদদের প্রতি দাঁড়িয়ে সম্মান, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বাণী পাঠ, ঐতিহাসিক মুজিবনগর সরকারের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা ও দোয়া মুনাজাত।
প্রসাশনিক কর্মকর্তা সাজেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর (শ্রম) আবুল হোসেন, কাউন্সিলর (ভিসা ও পাসপোর্ট)জহিরুল ইসলাম খান, ১ম সচিব ও দুতালয় প্রধান মোহাম্মদ নিয়াজ মোর্শেদ,২য় সচিব হাসান মনিরুল মহিউদ্দিন, সোনালী ব্যাংক প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসেন সহ কুয়েত প্রবাসীরা ।
ঐতিহাসিক মুজিবনগর সরকারের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন উপস্থিত প্রবাসীরা।