শহিদ রাষ্ঠ্পতি জিয়াউর রহমান র ৩৩ তম শাহাদাৎ বাষিকী উপলক্ষে কুয়েত বি এন পির পক্ষ্য থেকে কুয়েত সিটির গুলশান হোটেলে এক আলোচনা সভা দোয়া মাওফিলের আয়োজনকরা হয়।
কুয়েত বি এন পির সভাপতি প্রকৌশলী আশরাফ উদ্দিনের সভাপত্তিত্বে। বক্তব্য রাকেন কুয়েত বি এন পির সাধারন সম্পাদক প্রকৌশ লী কাজি মঞ্জুরুল আলম, সহসভাপতি সয়েব আহাম্মেদ, মাঈন উদ্দিন, মাষ্টার নুরুল ইসলাম,যুগ্নসম্পাদক আক্তারু জামান আক্তারের পারিচালনায়।
আবুল হাসেম এনাম, আজিজ উদ্দিন মিন্টু, আ ন ম তোহা মিলন, মোংসফি উল্লাহ লিটন সহ অনেক বক্তারা দেশের খুন গুম নির্মাবিচারে মানুষ হত্যার নিন্দা জানিয়ে অতি তাড়াতাড়ী নিরদলীয় সরকারে হাতে খমতা হস্তান্তর করার জন্য ধাবী জানান।
Discussion about this post