Home / কুয়েত / কুয়েতে শারদীয় দুর্গোৎসব উদযাপিত

কুয়েতে শারদীয় দুর্গোৎসব উদযাপিত

মঈন উদ্দিন সরকার সুমন, কুয়েত:সনাতন ধর্মাবলম্বীদের সবচে’ বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই শারদীয় আমেজ এখন আর শুধু বাংলাতেই সীমাবদ্ধ নেই, সুদূর আরব দেশ কুয়েতেও প্রবাসী বাংলাদেশি হিন্দু ধর্মাবলম্বীরা অনেক উৎসাহ-উদ্দীপনায় বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পূজা উদযাপন করে। এই উদযাপনের মধ্য দিয়েই নিজেদের ঐতিহ্য, কৃষ্টি ও সভ্যতার চর্চা করছেন তারা। একই সঙ্গে নিজের শেকড়কে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে জানান দিচ্ছেন প্রবাসীরা।
পাশাপাশি প্রবাসী বাঙালিরাও ধর্ম-বর্ণ নির্বিশেষে সার্বজনীন এই উৎসবে মেতে উঠেছেন। হরি মন্দির, রাধাকৃষ্ণ মন্দিরসহ প্রায় পাঁচটি মন্দির হাসাবিয়ায় অবস্থিত। বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, প্রবাসী কবি মোজাহিদ পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেছেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। দুর্গোৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল পূজার্চনা, অঞ্জলি, আরতি নৃত্য, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রসাদ বিতরণ প্রভৃতি।

About

আরও পড়ুন...

প্রবাসী জীবনের ইতি টেনে মাতৃভূমির পথে কবি

কুয়েতে প্রবাসী বাংলাদেশি আগমনের শুরু থেকে যারা বাংলা সাহিত্য চর্চা এবং তা প্রতিষ্ঠা করতে বিশেষ …

error: বাংলার বার্তা থেকে আপনাকে এই পৃষ্ঠাটির অনুলিপি করার অনুমতি দেওয়া হয়নি, ধন্যবাদ