Home / কুয়েত / কুয়েতে শীতকালীন পিঠা উৎসব

কুয়েতে শীতকালীন পিঠা উৎসব

মঈন উদ্দিন সরকার সুমন, কুয়েতঃ প্রতিযোগিতা নয় মনের আনন্দই বড় করে দেখেন অনেকেই। এমন কিছূ কুয়েত প্রবাসী বধুর আয়োজনে শুক্রবার কুয়েতে ফিন্তাস পার্কে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব। অসংখ্য প্রবাসী বধুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাহারি নকশা আর স্বাদের  পিঠা বয়ে আনে প্রবাসে নবান্নের আমেজ। উল্যেখ যোগ্য পাটিসাপটা, পাকান পিঠা, রস গোলাপ, ভাপা পিঠা, চিতই পিঠা, নকশি পিঠা  বাঙালির প্রাচীন সংস্কৃতির চিরচেনা পিঠার পাশাপাশি বেশ কিছু আধুনিক পিঠাও উৎসবে স্থান পায়। প্রবাসের নানান আধুনিকতার চাপেও কুয়েতের বাঙালী রমনীরা ভুলে যাননি তাঁদের সেই কৃষ্টি ও ঐতিহ্য এরই প্রমান করেছে এই উৎসব। এছাড়াও বিভিন্ন খেলা-ধুলা, র‌্যাফল ড্র ও পুরষ্কার বিতরনী মাধ্যমে দিনভর আনন্দে মেতে থাকেন উপস্থিত প্রবাসীরা। যাদের ঐকান্তিক প্রচেষ্টায় উৎসবটি সফলতা পায় তাঁরা হলেন মিসেস শাহনাজ, ইয়াসমিন, কলি, মুন্নি, ডালিয়া, চন্দনা, শিল্পী, কনা, ঝর্ণা, মুসতাকিন, রূপা ও তমা সহ আরো অনেকে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আতাউল গণি মামুন।

About

আরও পড়ুন...

কুয়েতে যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় সশস্ত্র বাহিনী দিবস পালিত

দেশের সব সেনানিবাস, নৌ ঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটি সহ বিদেশে বাংলাদেশ দূতাবাস …