Home / শোক সংবাদ / কুয়েতে সিলেট প্রবাসীর ইন্তেকাল

কুয়েতে সিলেট প্রবাসীর ইন্তেকাল

শাহাদাৎ হোসেনরিপন, কুয়েতঃ কুয়েতে সিলেট প্রবাসী শাহাদাৎ হোসেন (৩২) স্ট্রোক করে মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহির রাজিউন) বুধবার ১৮ জানুয়ারি দিবাগত ভোররাতে নিজ রুমে মারা যান। নিহতের বাড়ী সিলেটের ইজনপুর দক্ষিণ সুরমা উপজেলার ২ নং বরই কান্দি ইউনিয়নের আব্দুর রাজ্জাকের পুত্র। ফজলুল হক জানান হাসউয়া সুয়েক একটি কোম্পানির ড্রাইবার হিসেবে কর্মরত ছিলেন।বুধবার রাতে খাওয়া দাওয়া শেষে রুমের সবার সাথে কথাবার্তা বলেন। সকালে কর্মে যাওয়ার জন্য সবাই প্রস্তুতি নেয়ার সময় শাহাদাৎ এর কোন সারা না পেলে রুমমেটরা দেখেন তিনি মারা গেছেন। বর্তমানে নিহতের লাশ কুয়েত সিটির আমিরি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

About admin

আরও পড়ুন...

মোহাম্মদ ফারুক

কুয়েতে বিএনপি নেতার মৃত্যু

কুয়েতে বাংলাদেশিদের সুপরিচিত শপিং মল সুক আল ওয়াতানিয়া দীর্ঘদিন থেকে স্টুডিও ব্যবসা করে প্রবাসী বাংলাদেশিদের …

error: Content is protected !!