Home / কুয়েত / কুয়েতে স্বদেশী বন্ধু মহলের আলোচনা সভা

কুয়েতে স্বদেশী বন্ধু মহলের আলোচনা সভা

bbk1তাঁরা প্রবাসী, পেশায় চালক তাদের আছে ঐক্য। সঙ্ঘবদ্ধ তাদের অনেকেই করেছেন সংগঠন। মানবতার সেবায় নিয়োজিত একটি অরাজনৈতিক সংগঠন নাম স্বদেশী বন্ধু মহল। শনিবার রাতে কুয়েত সিটির রাজধানী হোটেলে সংগঠনের নেতৃবৃন্দের  পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আলহাজ্ব জাকির হোসেন এর সভাপতিত্বে ও মোহাম্মদ ফোরকান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক আবুল হাসেম এনাম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বেলাল হোসেন, সাইফুল ইসলাম সাগর,  নয়ন মোল্লা, নজরুল, সিরাজ প্রমুখ। সংগঠনের কর্মকান্ড ও করনীয় নিয়ে আলোচনা করেন মির জাকির, এস কে রাসেল, জালাল তালুকদার, ইসহাক সহ কমিটির নেতৃবৃন্দসহ সুধীজনেরা। বক্তারা বলেন মানবতার সেবায় নিয়োজিত এই অরাজনৈতিক সংগঠনের মাধ্যমে তারা দুঃস্থ্য ও অসহায়দের পাশে থেকে সহায়তা করবে সাধ্যমত এই কথা ব্যক্ত করেন। তারা সমাজের বিত্ববানদেরও অসাহায়দের পাশে থাকার আহবান করেন। অনুষ্ঠানে খালি কন্ঠে গান পরিবেশন করেন তরুন উদয়মান প্রবাসী গীতিকার ও সুরকার সাখাওয়াত হোসেন হুমায়ুন এবং প্রবাসীদের নিয়ে নাটিকা পরিবেশন করেন প্রবাসী অভিনেতা সাইফুল ইসলাম আনার (ডিপজল)।

 

About admin

আরও পড়ুন...

কুয়েতে যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় সশস্ত্র বাহিনী দিবস পালিত

দেশের সব সেনানিবাস, নৌ ঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটি সহ বিদেশে বাংলাদেশ দূতাবাস …

error: বাংলার বার্তা থেকে আপনাকে এই পৃষ্ঠাটির অনুলিপি করার অনুমতি দেওয়া হয়নি, ধন্যবাদ