Home / কুয়েত / কুয়েতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশী নিহত

কুয়েতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশী নিহত

মঈন উদ্দিন সরকার সুমন কুয়েত: শনিবার ভোর ৬টার দিকে কর্মস্থলে যাওয়ার পথে আমগারা নামক স্থানে একটি মিনি বাসকে পিছন থেকে আরেকটি লরি ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনা স্থলে ৩ জন এবং হাসপাতালে নেয়ার পর জাহারা হাসপাতালে ১ বাংলাদেশীর মৃর্ত্যু হয়। দূতাবাস কর্তৃক তথ্যমতে মৃতরা হলেন ইসরাফিল পিতা-হাজী শামসু উদ্দিন জেলা ফরিদ পুর, সওকত শেখ পিতা জব্বর শেখ জেলা মাদারী পুর, নাছির উদ্দিন পিতা লিহাজ উদ্দিন ও নাজির আহম্মেদ পিতা নুর আহম্মেদ জেলা মানিক গঞ্জ। বর্তমানে জাহারা, সাবাহ ও ফরওানিয়া হাসপাতালে ৮ জন চিকিৎসারত এর মধ্যে ৪ জন আই.সি.ইউ.তে অবস্থা আংশকা জনক। এরা হলেন আনোয়ারুল শেখ পিতা আবুল হোসেন দেশের বাড়ী আলফা ডাঙ্গা ফরিদপুর, আবদুর রব খাঁন পিতা রজব আলী ও দেওয়ান আলী পিতা ফরাস উদ্দিন দেশের বাড়ী শিংগাইর মানিকগঞ্জ, বাবুল পিতা সাদেক আল রহমান দেশের বাড়ী হাজীগঞ্জ চাঁদপুর, সালাম পিতা জহির তালুকদার দেশের বাড়ী রাজইর মাদারিপুর। প্রথম সচিব ও দূতাবাস প্রধান কে.এম.আলী রেজা জানান রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ আসহাব উদ্দিন হাসপাতালে আহতদের দেখতে যান এবং উন্নত চিকিৎসার জন্য ডাক্তাদের সাথে কথা বলেন। তিনি আরো জানান দূতাবাস কর্তৃপক্ষ দুর্ঘটনায় আহত এবং নিহতদের সার্বক্ষনীক খবরা খবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় সকল প্রকার ব্যবস্থা গ্রহন করছেন।

About

আরও পড়ুন...

কুয়েত প্রবাসীকে হত্যার চেষ্টা

কুমিল্লা : পূর্বশত্রুতার জের ধরে কুমিল্লার লালমাইতে মোঃ হানিফ নামের এক কুয়েত প্রবাসীকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ …

error: বাংলার বার্তা থেকে আপনাকে এই পৃষ্ঠাটির অনুলিপি করার অনুমতি দেওয়া হয়নি, ধন্যবাদ