বাংলার বার্তাঃ কুয়েতে ১৫ জুন বুধবার ভোরে নিজ কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় আল ইসলাম নামে এক বাংলাদেশী নিহত হন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন) । হাসাবিয়া নামক স্থানে ৬নং হাইওয়ে রাস্তা পারা হবার সময় এই দূর্ঘটনা ঘটে। নিহত আল ইসলাম এর বাড়ী নরসিংদী জেলার মনোহরদী থানার গোতাসিয়ার মধুসাল গ্রামের মরহুম আবদুল মজিদের ছেলে। আল তোয়েক কোম্পানিতে কর্মরত মৃত প্রবাসী দীর্ঘ ১৩ বছর কুয়েতে থাকেন। মৃতের লাশ স্থানীয় একটি হাসপাতালের হিমগারে আছে। প্রকৌশলী আবু সাঈদ নামক আল তোয়েক কোম্পানির এক কর্মকর্তা জানায় আল ইসলামের দেশের বাড়ীতে যোগাযোগ করা হয়েছে। দ্রুত লাশ দেশে প্রেরণে সকল কার্য্ক্রম করছেন।
Discussion about this post