Home / কুয়েত / কুয়েতে হাসাবিয়ায় আল জুহরা কোম্পানির ব্রাকে আগুন

কুয়েতে হাসাবিয়ায় আল জুহরা কোম্পানির ব্রাকে আগুন

কুয়েতে হাসাবিয়ায় আল জুহরা কোম্পানির ব্রাকে অদ্য ২২-১২-২০১৩ সকাল ১০:৩০মিনিটে আগুন লাগে। ঐ ব্রাকে প্রায় ১০০জন বাংলাদেশি শ্রমীক বসবাস করেন বলে জানা যায়। ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ দুতাবাসের মাণ্যবর রাষ্ট্রদুত মেজর জেনারেল মোঃ আসহাব উদ্দিন, দুতালয় প্রধান ও প্রথম সচিব কে এম আলী রেজা, প্রশাসনিক কর্মকর্তা মোঃ শওকত হোসেন। দুতাবাস তথ্যনুযায়ী কোন হতাহত হয়নি, ঘটনার সময় শ্রমীকরা নিজ কর্মস্থলে ছিল। ব্রাকটি সম্পূর্ন পুড়ে যাওয়ায় শ্রমীকদের অনেক ক্ষতি হয়েছে।

About

আরও পড়ুন...

কুয়েতে ফেনী স্পোর্টিং ক্লাবের অভিষেক ও পরিচিতি সভা

কুয়েতে জিলিব আল সুয়েখের একটি হোটেল শুক্রবার রাতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই পরিচিত সভা …

error: Content is protected !!