কুয়েতে বৃহত্তর সিলেট প্রবাসী সমবায় সমিতির সাবেক সভাপতি ও জাসদ নেতা কুয়েত প্রবাসী মোহাম্মদ ইউনুছ মতিন (৪৮) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার (১৮ জুন) স্থানীয় সময় রাত ১১টায় কুয়েতের হাওয়াল্লি এলাকায় তার নিজ বাসার পাশে এক রেস্তোরাঁয় হৃদরোগে আক্রান্ত হয়ে ইউনুছ মতিন মারা যাওয়ার খবর জানান তার সহপাঠী স্থানীয় নাগরিক রাশিদ। ৮০ এর দশকের জাসদ নেতা, মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথ পুর গ্রামের মোহাম্মদ ইউনুছ মতিন দুই যুগেরও বেশি সময় আগে জীবন আর জীবিকার তাগিদে উপসাগরীয় দেশ কুয়েতে আসেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি একটি কনন্সট্রাকশন কোম্পানির জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বর্তমানে ইউনুছ মতিনের মরদেহ সুব্’হান মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে দ্রুত তার লাশ দেশে পাঠানো হবে বলে জানান তার প্রবাসী সহকর্মীরা। ইউনুছ মতিনের মৃত্যুতে সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দিন ”এনডিসি পিএসসি” গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এদিকে মোহাম্মদ ইউনুছ মতিনের অকাল মৃত্যুতে কুয়েতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। মতিনের মৃত্যুতে কুয়েতে বৃহত্তর সিলেট অঞ্চলের প্রবাসীরা জরুরী এক বৈঠকে বসেন। এসময় প্রয়াত মতিনের মরদেহ দেশে পাঠানো সহ অন্যান্য প্রয়োজনীয় কাজে সহযোগিতার ব্যাপারে আলোচনা করেন তারা। এছাড়াও ওই বৈঠকে ইউনুছ মতিনের মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
Discussion about this post