Home / শীর্ষ সংবাদ / কুয়েতে ১৫ ভুয়া ট্র্যাভেল এজেন্সি বন্ধ

কুয়েতে ১৫ ভুয়া ট্র্যাভেল এজেন্সি বন্ধ

কুয়েতে লাইসেন্সবিহীন ট্র্যাভেল এজেন্সি চালাচ্ছে এমন ভুয়া ভ্রমণ ও পর্যটন অফিস এর সন্ধান পেয়েছে সিভিল এভিয়েশন। আইন লঙ্ঘনকারী এমন ১৫ টি অফিসের বিরোদ্ধে অভিযোগ ডিজিসি এবং সালিশ কমিটির কাছে প্রেরণ করার খবর পাওয়া গেছে। স্থানীয় দৈনিক আরবটাইমসে এয়ার ট্রান্সপোর্ট বিভাগের পরিচালক এবং ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন আবদুল্লাহ আল রাজি এর বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশিত হয়।

এতে বলা হয় বেশিরভাগ লঙ্ঘন দুই ধরণের। সংরক্ষণ ব্যবস্থা সহ রিজার্ভেশন সিস্টেমের অনুমোদন না নিয়ে লাইসেন্স বিহীন অফিস চালাচ্ছে।
লাইসেন্সবিহীন ভুয়া ভ্রমণ এবং পর্যটন অফিসগুলি বেশিরভাগ অনলাইন ব্যবসা পরিচালনা করছে।

About বাংলার বার্তা

আরও পড়ুন...

কুয়েতে সুনাম বয়ে আনবে দক্ষ জনশক্তি নার্স

বাংলার বার্তাঃ মধ্যপ্রাচ্যের অন্যতম ধনীদেশ কুয়েত, এখানে দক্ষ, আধা-দক্ষ, স্বল্প দক্ষ জনশক্তির রয়েছে অসংখ্য চাহিদা। …