শরিফ মোহাম্মদ মিজানঃ তিন দিনের সফরে ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনের সংসদ সদস্য এ বি এম ক্যাপ্টেন (অব) তাজুল ইসলাম কুয়েত এসেছেন।
স্থানীয় সময় বিকেলে বাংলাদেশ থেকে একটি ফ্লাইটে কুয়েত এসে পৌঁছালে সাংসদ তাজুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানাতে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম, কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা ফরিদ আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, সোহেল বেগ, মাইনুদ্দিন মইন,আলী হোসেন,ফরিদ আহমেদ, সাফাত বেগ, সারাহ বেগসহ আরো অনেকে।
(৮ই ডিসেম্বর) কুয়েত সিটির হোটেল প্লাজায় বানছারামপুর বাসীর পক্ষ থেকে সদ্য কুয়েতে আসা অতিথি সাংসদকে নাগরিক সংবর্ধনা দেয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
Discussion about this post