Home / কুয়েত / কুয়েতে ৩৫৪ অবৈধ আটক

কুয়েতে ৩৫৪ অবৈধ আটক

কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গতকাল ৭ নভেম্বর শনিবার মরু অঞ্চল ওফরা খামার এলাকায় ও সোলাইবিয়া সব্জির বাজারে এই অভিযান চালানো হয়। জাতীয়তা ও পাসপোর্ট বিষয়ক ইমিগ্রেশন কর্মকর্তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব মেজর জেনারেল শেখ ফয়সাল নাওয়াফ আল আহমদ এবং ইমিগ্রেশন গোয়েন্দাদের মহাপরিচালক ব্রিগেডিয়ার গাজী আল মাআই উপস্থিতিতে এই অভিযান শুরু হয়। অভিযানে বিভিন্ন দেশের ৩৫৪ জনকে আটক করা হয়। এদের মধ্যে যে ব্যাক্তি বিভিন্ন অপরাধের জন্য ওয়ান্টেড এর তালিকায় ছিল এবং যারা স্থানীয় আইন লঙ্ঘন করে, অবৈধ ভাবে কুয়েতে অবস্থান করছে তাদের কে আটক করা হয়।

ছবি এবং রিপোর্টঃ কুয়েত টাইমস

About

আরও পড়ুন...

কুয়েতে ফেনী স্পোর্টিং ক্লাবের অভিষেক ও পরিচিতি সভা

কুয়েতে জিলিব আল সুয়েখের একটি হোটেল শুক্রবার রাতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই পরিচিত সভা …

error: Content is protected !!