Home / কুয়েত / কুয়েতে G4S কোম্পানিতে নিয়োগ

কুয়েতে G4S কোম্পানিতে নিয়োগ

কুয়েতে G4S  জিফোরএস কোম্পানিতে সিকিউরিটি গার্ড এবং অন্যান্য পদে কর্মী নিয়োগ দেয়া হবে। বাংলাদেশ দূতাবাস কুয়েত এর ফেইসবুক পেইজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয় শুধুমাত্র কুয়েতে অবস্থানরত  আগ্রহী বাংলাদেশী কর্মীদের জরুরীভিত্তিতে কোম্পানিতে যোগাযোগ করতে বলা হয়েছে।  একশত পঞ্চাশ কুয়েতি দিনার বেতন সাপেক্ষে যোগ্যতা হিসেবে বয়স ২৫ থেকে ৫০ বছর, শারিরীকভাবে সক্ষম, ইংরেজিতে কথা বলা এবং লেখায় পারদর্শী হতে হবে, ভিসার ধরন ১৮ এবং আকামা পরিবর্তনযোগ্য হতে হবে। সেনা বাহিনীর সদস্যদের জন্য অগ্রাধিকার দেয়া হবে।

কোম্পানি কর্তৃক সুবিধাবলীর মধ্যে আবাসন ও যাতায়াত কোম্পানি বহন করবে। গ্রুপ লাইফ ইন্সুরেন্স এবং কর্মীর ক্ষতিপূরণ ইন্সুরেন্স সুবিধা থাকবে।

বিজ্ঞপ্তিতে  সাক্ষাতকারের সময় বেতন এবং ভাতাদি সহ অন্যান্য সুযোগ সুবিধার বিষয়ে আলোচনা করে ভালভাবে বুঝে চুক্তিপত্রে স্বাক্ষর করতে প্রার্থীকে অনুরোধ করা হয়েছে। অন্যথায় পরবর্তীতে আইনগত জটিলতার সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করা হয়।

যোগাযোগ ইমেইল: human.resource@kw.g4s.com  ফোন 96621348/90923423

About বাংলার বার্তা

আরও পড়ুন...

কুয়েতে সুনাম বয়ে আনবে দক্ষ জনশক্তি নার্স

বাংলার বার্তাঃ মধ্যপ্রাচ্যের অন্যতম ধনীদেশ কুয়েত, এখানে দক্ষ, আধা-দক্ষ, স্বল্প দক্ষ জনশক্তির রয়েছে অসংখ্য চাহিদা। …