শেখ এহছান খোকন- কুয়েত ব্যুরো। ৩১ শে ডিসেম্বর বৃহত্তর সিলেট কুয়েত আওয়ামীলীগ’র উদ্যোগে ৪৪তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়, পাশাপাশি নবগঠিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কুয়েত সিটির রাজধানী হোটেলে। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামীলীগ বৃহত্তর সিলেট কুয়েত’র আহবায়ক আলিম উদ্দিন। গোটা মঞ্চ সাজানো হয় সিলেটের বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক ও সামাজিক পর্যায়ের ব্যক্তিত্বদেরকে দিয়ে। মঞ্চায়ন পর্বেব সঞ্চলনা করেন নবগঠিত কমিটির সাধারন সম্পাদক মুরাদ হোসেন চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সায়েদ আলী রেজু, কামাল হোসেন চৌধুরী, লুৎফর রহমান লুদাই, রহমান, এমডি সেলিম, মেহের কান্তি পাল, আব্দুল মতিন চৌধুরী, নবনিবাচিত সভাপতি নজরুল ইসলাম সহ বিশেষ বিশেষ নেতৃবৃন্দ। অলোচনা পর্বে আকলাকুল আম্বিয়া বাহার এর সঞ্চলনায় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ফয়েজ কামাল, আঃ রউফ মওলা, শামছুল হক, আলাউদ্দিন আলা, নজরুল ইসলাম রুবেল, সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মঞ্চের অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতীক ব্যক্তিত্ব সায়েদ আলী রেজু, আলিম উদ্দিন সংগঠনের সিঃ সহসভাপতি কুয়েত,রহমান, এমডি সেলিম সহ সভাপতি, আঃ মতিন জে এসডি ইনু সভাপতি কুয়েত শাখা, সংগঠনের সভাপতি ও সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম সহ অনেকে। বক্তারা তাদের বক্তব্যে বলেন কুয়েতে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সকল সংগঠন এক হয়ে বঙ্গবন্ধুর আর্দশকে বুকে ধারন করে জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করেতে সকলে মিলে একটি শক্তিশালী কুয়েত আওয়ামীলীগ গঠন করে নতুন দৃষ্টান্ত স্থাপনের জন্য মতদেন। জনাব ফয়েজ কামাল ও সায়েদ আলী রেজু গঠন মুলক বক্তব্য দিয়ে বলেন উপস্থিত সকলে এবং কুয়েত আওয়ামীলীগ’র সকলে ঐক্যবদ্ধ হয়ে খন্ড খন্ড আওয়ামীলীগ না হয়ে এক এবং সাংগঠনিক অবকাঠামোর মধ্যে দিয়ে নেতা – নেতৃত্ব ও কর্মী হয়ে কাজ করার আহবান জানান অনুষ্ঠানে সকল শহীদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা ও দোয়া করা হয়। অনুষ্ঠানে দেশের গান দিয়ে শুরু হয় এবং শত শত সিলেটের আওয়ামীলীগ ভক্ত ও বিভিন্ন সংগঠনের নেতা কর্মীদের উপস্থিতি ছিল চোখে পরার মত। নৈশ্য ভোজের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগ বৃহত্তর সিলেট কুয়েত’র অভিষেক ও বিজয় দিবস অনুষ্ঠানের সমাপ্তী ঘটে।
Discussion about this post