বাংলার বার্তাঃ কুয়েত থেকে চট্টগ্রাম সরাসরি কোন বিমানের ফ্লাইট না থাকায় চরম ভোগান্তিতে আছে চট্টগ্রাম বিভাগের প্রায় এক লক্ষ কুয়েত প্রবাসী।
কয়েক বছর পূর্বেও কুয়েত টু চট্টগ্রামে একাধিক বিমানের ফ্লাইট প্রতিদিন ছিলো। বর্তমানে একটি ফ্লাইটও কুয়েত চট্টগ্রাম রুটে সরাসরি নেই। এর কারনে অনেক সময় ও আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন চট্টগ্রাম কমিউনিট কুয়েত এর নেতৃবৃন্দ। কুয়েত সিটির একটি হোটেলে বৃহস্পতিবার রাতে মোহাম্মদ মুছা চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তারা জানান কুয়েত থেকে চট্টগ্রাম রুটে কোন সরাসরি ফ্লাইট না থাকায় তারা সংক্ষিপ্ত ছুটি সহ জরুরী প্রয়োজনে দেশে যেতে পারে না কারণ তাদের ট্রান্জিট এর কারণে রাস্তায় প্রায় ৪/৫ দিনের উপরে লেগে যায় আসা যাওয়ায়। তারা প্রতিদিন একটি ফ্লাইট চালু করার দাবী জানান সংবাদ সম্মেলনে। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মো: জামাল, যুগ্ন সম্পাদক মো: জাবেদ , সাংগঠনিক সম্পাদক এম ডি টিপু চৌধুরী, প্রচার সম্পাদক তাহের, দপ্তর সম্পাদক সাইদ হোসেন জনি, ক্রীড়া – আবদুল মান্নান, তথ্য প্রযুক্তি সম্পাদক জয়নাল, অর্থ সম্পাদক মোহাম্মদ নুরু এবং উপদেষ্ঠা মাহাবুবুল আলম ও তহিদুল আলম সহ আরো অনেকে।
Discussion about this post