কুয়েতের বাংলাদেশ দূতাবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ১৫ই আগস্ট শনিবার বিশেষ এ দিনটি উপলক্ষে কুয়েতের মিসিলা এলাকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন চার্জ দ্যা এ্যাফেয়ার্স মোহাম্মদ আনিসুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, কুয়েতে বিমান কান্ট্রি ম্যানেজার মো. হাফিজুল ইসলাম, কুয়েতে বাংলাদেশ কমিউনিটির নানা শ্রেণি-পেশার প্রবাসীরাসহ প্রবাসী গণমাধ্যম কর্মীরা। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন যথাক্রমে, ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবু নাসের, কাউন্সিলর (ভিসা ও পাসপোর্ট) জহিরুল ইসলাম খান, দ্বিতীয় সচিব নিয়াজ মোর্শেদ ও সোনালী ব্যাংক প্রতিনিধি মোঃ জাকির হোসেন মজুমদার। অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো দূতাবাস চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিটের নীরবতা পালন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়া।
Discussion about this post