কুয়েত প্রতিনিধি:মুজিব বর্ষ এবং বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রবাসী বাংলাদেশি শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ই জানুয়ারি) কুয়েতের মিসিলা এলাকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। আরো উপস্থিত ছিলেন, প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, শ্রম কাউন্সেলর মোহাম্মদ আবুল হোসেন, কাউন্সেলর (ভিসা-পাসপোর্ট) জহিরুল ইসলাম খান, দ্বিতীয় সচিব হাসান মনিরুল মহিউদ্দিনসহ দূতাবাসের অন্যান্য স্টাফবৃন্দ।এছাড়াও কুয়েতে বাংলাদেশি সংবাদকর্মীরা সহ দেশটিতে বাংলাদেশ কমিউনিটির নানা শ্রেণী-পেশার বিপুল সংখ্যক প্রবাসীরা উপস্থিত ছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে বছরব্যাপী মহাকর্মযজ্ঞের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ।এদিকে ”মুজিববর্ষ” উপলক্ষে বাংলাদেশের বাইরে বিশ্বের শতাধিক দেশে অনুষ্ঠানমালা আয়োজন করেছে, পাশাপাশি কুয়েতে বাংলাদেশ দূতাবাসও ‘মুজিববর্ষ’ উদযাপনে বছরব্যাপী অনুষ্ঠানমালার নানা পরিকল্পনা নিয়েছে।আর এরই ধারাবাহিকতায় একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠতম সন্তান জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এর তাৎপর্য তুলের ধরার লক্ষ্যে কুয়েতে বাংলাদেশ দূতাবাস আয়োজন করে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। উক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন কুয়েত প্রবাসী বাংলাদেশি শতাধিক শিশু-কিশোর।
এতে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর ঐতিহাসিক নানা কর্মকাণ্ড, মুক্তিযুদ্ধ-স্বাধীনতা ও বাংলাদেশের কৃষ্টি সম্পর্কিত নানা ছবি আঁকে প্রবাসী শিশু কিশোররা। শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের প্রত্যেকের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি রাষ্ট্রদূত মোহাম্মদ আশিকুজ্জামান। রাষ্ট্রদূত বিশেষ এ আয়োজন সম্পর্কে বলেন,বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এরই মধ্যে বেশ কিছু অনুষ্ঠান করা হয়েছে, নিকট ভবিষ্যতে আরো কিছু অনুষ্ঠানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, এই ধরনের আয়োজনের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অনেক কিছু জানার এবং শেখার আছে। কাজেই আমাদের শিশু-কিশোরদের অংশগ্রহণে আজকের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
Discussion about this post