Home / কুয়েত / কুয়েত নিযুক্ত রাষ্ট্রদৃত এর সাথে বিদায়ী সাক্ষাৎ

কুয়েত নিযুক্ত রাষ্ট্রদৃত এর সাথে বিদায়ী সাক্ষাৎ

আল আমিন রানা, কুয়েত প্রতিনিধি- বাংলাদেশ-কুয়েত জনশক্তি কর্মসংস্থান ব্যবসায়ী সমিতির নেতারা বিদায় জানালেন কুয়েতস্থ সফল মান্যবর রাষ্ট্রদৃত মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দিন এনডিসি.পিএসসি (অব:)কে। বিদায়ী সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন- বাংলাদেশ-কুয়েত জনশক্তি কর্মসংস্থান ব্যবসায়ী সমিতির সভাপতি শাহ জামাল খন্দাকার,সাধারণ সম্পাদক এস এম আনোয়ার স্বপন, সমিতির উপদেষ্টা ও সাবেক সভাপতি চুন্নু মোল্লা, সালাউদ্দিন,রনি আহম্মেদ লালন,সামছুল ইসলাম,হুমায়ন কবির, সহ সমিতির নেতারা। সামরিক বাহিনীতে তিনি দীর্ঘ ৩৬ বৎসর অত্যšত সুনাম, সততা এবং সাফল্যের স¦াক্ষর রেখেছেন তেমনি রাষ্ট্রদূত হিসাবে তার সাফল্যের তালিকা ও অনেক দীর্ঘ ও প্রশংসিত বলে জানালেন-বাংলাদেশ-কুয়েত জনশক্তি কর্মসংস্থান ব্যবসায়ী সমিতির নেতারা বিদায় সাক্ষাৎকালে। সেই সাথে বিদায়ী সাক্ষাৎকালে রাষ্ট্রদৃত বলেন-আমি থাকি আর না থাকি আপনাদের সাথে আমার যোগাযোগ ও ভালোবাসার দরজা সব সময় উম্মুক্ত থাকবে।সেই সাথে আপনারা কুয়েতের মাটিতে দেশের ভাবমূর্তি সম্মেলনে নেতৃবৃন্দ দলীয় বিভাজন সৃষ্টি না করে দেশের উন্নয়নে ঐক্য হওয়ার কাজ কারার আহবান করেন।

About

আরও পড়ুন...

কুয়েত দূতাবাসে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

কুয়েত প্রতিনিধি:মুজিব বর্ষ এবং বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রবাসী বাংলাদেশি শিশু-কিশোরদের অংশগ্রহণে …

error: Content is protected !!