মঈন উদ্দিন সরকারঃ কুয়েতে অসংখ্য প্রবাসী বাংলাদেশী বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্র হতে পবিত্র কুরআন প্রশিক্ষণ নিয়ে বর্তমানে বিভিন্ন সরকারী মন্ত্রনালয় ও বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত আছেন যা কুয়েতে এক দৃষ্টান্ত। এটা অবশ্যই মহতি উদ্দ্যোগ, আর এই মহতি উদ্দ্যোগের প্রমান দিলেন বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্দোগে সুধীজনের সম্মানার্থে রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে আগত আমন্ত্রিত কুয়েতি অতিথিগনের বক্তব্যে মাঝে। অতিথিরা বক্তব্যে অসংখ প্রবাসী বাংলাদেশীদের কুরআন শিক্ষা দেয়ার যে উদ্দোগ নিয়ে দীর্ঘ দিন বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েতে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, পবিত্র কুরআন শিক্ষার আলো প্রবাসীদের মাঝে ছড়িয়ে দিচ্ছেন তার ভূয়সী প্রসংশা করেন। বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কুয়েত’র সভাপতি হাফেজ মাওলানা নুরুল আলম এর সভাপতিত্বে ফরওয়ানিয়াস্থ কেন্দ্রীয় মারকাজে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত মানবাধিকার সংস্থার চেয়ারম্যান এবং কুয়েত পার্লামেন্টের সংসদ সদস্য ড. আদেল দখমী। বিশেষ অতিথি ইসলামীক প্রেজেন্টেসন কমিটির নায়েব প্রধান ড. আব্দুল আজিজ আল দাঈস, লেজনার জামিয়াতুল ইসলাহ অফিসার ড. সোলাইমান আবু দাউদ, ধর্মমন্ত্রনালয়ের প্রকৌশলী অলিদ আল বাছাম। বক্তারা রমজানের তাৎপর্য নিয়েও কুরআন ও হাদিছের আলোকে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে কুয়েত প্রবাসী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, ড.-ইঞ্জিনিয়ার, প্রফেসর আলেমেদিন সহ সূধীজনেরা উপস্থিত ছিলেন। অতিথিদের মাঝে ইফতার পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Discussion about this post