মঈন উদ্দিন সরকার সুমন, কুয়েত সিটিঃ কুয়েত বিএনপি সোলাইবিয়া আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতীকী শহীদ মিনার তৈরি করে এতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। ২১ ফেব্রুয়রী রবিবার বাংলাদেশের সাথে মিল রেখে কুয়েত প্রবাসীদের তৈরি প্রতীকী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় কুয়েত বিএনপি ও এর সহযোগি অংগ সংগঠন এর নেতৃবৃন্দ। কুয়েত বিএনপি সোলাইবিয়া আঞ্চলিক শাখার সভাপতি আবুল বাশর এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এর পরিচালনায় প্রতীকী শহীদ মিনার তৈরিতে সহযোগিতা করেন মাহবুব, আবদুল মতিন, মাইন উদ্দিন,আরিফ সহ আরো অনেকে। শ্রদ্ধা শেষে শহীদ মিনার স্থলে সংক্ষিপ্ত সমাবেশ করেছে সংগঠনের নেতৃবৃন্দ ও বিএনপি কুয়েত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। এতে প্রধান অতিথি ছিলেন কুয়েত বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সোয়েব আহমেদ, বিশেষ অতিথি সহ সভাপতি মাইন উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক আকতারুজ্জামান, সহ সাংগঠনিক সম্পাদক আনমতোহা মিলন, সহ প্রচার সম্পাদক আবদুল কাদের, প্রকৌশলী আবু সাঈদ সহ আরো অনেকে। বক্তারা একুশের চেতনা ধারণ করে দেশ থেকে স্বৈরাচার, ফ্যাসিবাদ ও অগণতান্ত্রিক শক্তিকে রুখে সাম্য প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ।
Discussion about this post