বাংলার বার্তাঃ রাঙ্গামাটির কৃতি সন্তান কুয়েত প্রবাসী ব্যাবসায়ী মোঃ মোস্তফা ফারুকী’র উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষে কুয়েতস্থ খাইতান সুন্দরবন হোটেলে পান্তা ইলিশ’র আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতির সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ। বিশেষ অতিথি বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি কুয়েত শাখার সভাপতি ও একুশে টিভি কুয়েত প্রতিনিধি মঈন উদ্দিন সরকার সুমন, জাতীয় কবিতা পরিষদ কুয়েত শাখার সভাপতি কবি জাহাঙ্গীর হোসেন বাবলু, রিপোর্টার্স ইউনিটির আন্তর্জাতিক বিষয় সম্পাদক কবি কান্ত পথিক, সমিন্বত আবিৃত্তি চর্চা কেন্দ্রের আবৃত্তি শিল্পী কামরুজ্জামান বাবু।
এতে আরো উপস্থিত ছিলেন গোলাম মাওলা, শাহ আলম, শাহজাহান সবুজ, দেলোয়ার হোসেন আকন্দ, আবদাল্লাহ, রমজান আলী, আনোয়ার হোসেন, সিরাজ, সহিদ, আবদুল কাদের, শামসুল আলম, আবদুল কাইয়ুম, আলমগীর ও আমীর সহ আরো অসংখ প্রবাসী এই বৈশাখীর পান্তা ইলিশ আয়োজনে উপস্থিত হয়ে বাংলা নববর্ষকে বরণ করে নেয়।
আরও পড়ুন...
কুয়েতে ফেনী স্পোর্টিং ক্লাবের অভিষেক ও পরিচিতি সভা
কুয়েতে জিলিব আল সুয়েখের একটি হোটেল শুক্রবার রাতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই পরিচিত সভা …