কুয়েত প্রবাসী আওয়ামী লীগ নেতার মাতার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে. হিজিল এলাকার কুয়েত প্রবাসী আওয়ামী লীগ নেতা আবুল কালাম বাবুলের মাতার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিলে শোক জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ সুরুক মিয়া, হানিফ মিয়া, আবদুর রহমান, জাভেদ, মনির হায়দার।
অনুষ্ঠানে উপস্থিত সংগঠনের নেতৃবৃন্দ মরহুমার মৃত্যুতে তাঁর আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। অবশেষে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আহমেদ উল্লাহ। মৃত্যু কালে আবুল কালাম বাবুলের মাতার বয়স হয়েছিল ৯৫ বছর।
Discussion about this post