সাদেক রিপন,নিজস্ব প্রতিনিধি: আনিছুর রহমান মিলন ১৯৭৯ সালে বরগুনা জেলার পাথরঘাটা থানার নাচনা পাড়া গ্রামের সাহেব বাড়ীর মাস্টার খলিলুর রহমানের পুত্র। জীবন যিবীকার টানে ১৯৯৮ সালে পাড়ি জমান মরুর দেশে কুয়েতে এখানেও তিনি চাকুরির পাশাপাশি হাজারো ব্যস্ততার মাঝেও সাহিত্য চর্চা করে যাচ্ছেন। কাজের পাকে পাকে প্রবাসে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ও সাহিত্যের আসরে অংশগ্রহন করেন । এবারের একুশে বই মেলায় কুয়েত প্রবাসী কবির প্রেম,বিরহ, মুক্তিযুদ্ধ ও দেশপ্রেম নিয়ে আনিছুর রহমান মিলনের একক কাব্যগ্রন্থ নিমেষে রুদ্রশ্বাস বাংলার প্রকাশন হতে প্রকাশিত হয়েছে। প্রিয় পাঠকরা লিটল ম্যাগাজিন চত্বও স্টল নং-৬৮ সংগ্রহ করতে পারেন এবং সোহরাওয়ার্দী উদ্যান ৬৮১ নম্বর স্টলে পাবেন বইটি। এছাড়াও তার ২০১৭ সালে একুশে বই মেলায় যৌথ কাব্যগ্রন্থ উৎসর্গ ও নিশিপদ্ম প্রকাশিত হয়। কুয়েত প্রবাসী এই কবি বলেন বইটি পাঠ করে পাঠকের হ্নদয়ে ছোঁয়া লাগে তবে আমার স্বার্থকতা । আমি আশা করি নিমেষে রুদ্রশ্বাস একটি ভিন্নধর্মী কাব্যগ্রন্ধ পাঠকের হ্নদয়ে ছোঁয়া লাগবে বইটিতে প্রেম, বিরহ, মুক্তিযুদ্ধ, দেশপ্রেম সহ কয়েক ধরনে কবিতা
Discussion about this post