ফেনী ২ সদর আসনে জেএসডি’র প্রার্থী প্রবাসী নেতা মোহাম্মদ আলী জিন্নাহ্, ফেনী সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের মোহাম্মদ আলী জিন্নাহ্, পিতা মরহুম মাস্টার হাবিবুর রহমানের বড় ছেলে,নয় ভাই বোনের মধ্যে চতুর্থ, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী ২ সদর আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল ( জেএসডি’র) মনোনীত যুক্তফ্রন্টের সম্ভাব্য পার্থী হিসেবে নির্বাচন করার লক্ষে ফেনী জেলা জেএসডি ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছে,ফেনী ২ আসনে সদর উপজেলার ১২টা ইউনিয়নে এবং শহর ও পৌরসভা এলাকায় ব্যাপক ভাবে পোস্টারিং লক্ষ করা যাচ্ছে,
জনাব,মোহাম্মদ আলী জিন্নাহ স্কুল জীবন থেকে জাসদ, জেএসডি’র ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কর্মী থেকে বর্তমানে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
ব্যক্তিগত জীবনে জনাব মোহাম্মদ আলী জিন্নাহ এক কণ্যা ও এক পুত্র সন্তানদের জনক,
শিক্ষাঃ গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয় থেকে গোবিন্দপুর উচ্চবিদ্যালয়, ১৯৮৬ সালে ফাজিলপুর ডব্লিউ বি কাদরী উচ্চবিদ্যালয় থেকে এস এস সি,
১৯৮৬ সালে ফেনী ছাগলনাইয়া সরকারি কলেজে ভর্তি,
১৯৮৭ সালে পারিবারিক অর্থনৈতিক অসচ্চলতার কারনে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত গমন, কুয়েতে চাকুরীর পাশাপাশি পড়ালেখা শুরু,ঢাকা বোর্ডের অধীনে বাংলাদেশ দূতাবাস কুয়েত কেন্দ্রের মাধ্যমে এইচ এস সি ১৯৯০ সালে,১৯৯০ সালে ইরাক কর্তৃক কুয়েত দখলের পর সরনার্থী হিসেবে বাংলাদেশে প্রর্ত্যাবর্তন,
দেশে এসে লাখো ইরাক কুয়েত প্রত্যাগতদের পূর্ণবাসন ও ক্ষতিপূরণ দাবীতে গঠিত ইরাক কুয়েত প্রর্ত্যাগত সমিতির সাথে সংহতি ও অংশগ্রহণ, এর মধ্যে দূরারোগ্য রোগে পিতার অকাল মৃত্যু, কুয়েত থেকে খালি হাতে ফেরা, বিশাল অর্থনৈতিক সংকটে থাকা অবস্হায় ফেনী সরকারি কলেজে বি এস এস ভর্তি,আবার ছাত্র রাজনিতির সাথে যুক্ত হওয়া তৎকালিন জাসদ ছাত্রলীগের ফেনী সদর উপজেলার যুগ্ন-আহব্বায়ক,পারিবারিক জীবিকা নির্বাহের জন্য সামান্য জমিতে কৃষিকাজ, ১৯৯৩ সালে ফেনী সরকারি কলেজ থেকে বি এস এস ফাইনাল পরীক্ষায় উর্ত্তীণ হয়ে শিক্ষাজীবন শেষ করে পূনরায় কুয়েত প্রর্ত্যাবর্তন,
কুয়েতে দীর্ঘদিন চাকুরি করার পর ব্যবসায় যুক্ত হয়েছেন,বর্তমানে বাংলাদেশ থেকে তৈরী পোশাকের (RMG)ক্ষুদ্র আমদানিকারক,
জীবিকা নির্বাহের কর্মের পাশাপাশি সামাজিক সেবামূলক সংগঠন ও রাজনৈতিক সংগঠনের সাথে ও দীর্ঘ দুই যুগ অঙ্গাঙ্গীভাবে জড়িত,
উল্লেখযোগ্য সংগঠন গুলো মধ্যে,
* সদস্যঃ কেন্দ্রীয় কমিটি জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)
* কেন্দ্রীয় সমন্নয়ক ও মুখপাত্রঃ কানেক্ট বাংলাদেশ,
উল্লেখ্য কানেক্ট বাংলাদেশ বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদশী নাগরিকদের অধিকার ও বাংলাদেশের উন্নয়নের লক্ষে গঠিত একটি আন্তর্জাতিক সংগঠন, বাংলাদেশ সহ বিশ্বের ত্রিশটি দেশে কানেক্ট বাংলাদেশ এর সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত, ইতিমধ্যে ফ্রান্স ও জার্মানিতে দুইটা আন্তর্জাতিক সম্মেলন সফলভাবে সম্পূর্ণ হয়েছে,আগামী ২৬/২৭/২০১৮ ইং ইটালির রোম নগরীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন,
* সাধারণ সম্পাদক জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) কুয়েত শাখা
* যুগ্ন-সাধারণ সম্পাদক বৃহত্তর নোয়াখালী সমিতি কুয়েত
* সাধারণ সম্পাদকঃ ফেনী সমিতি কুয়েত
* সাধারণ সম্পাদকঃ ফাহাহিল ফ্রেন্ডস ক্রিকেট ক্লাব (FFCC)কুয়েত
* সাবেক যুগ্ন-আহব্বায়কঃবাংলাদেশ ছাত্রলীগ (জাসদ)ফেনী সদর উপজেলা শাখা,
* সাবেক কার্যকরী কমিটির সদস্যঃ Bangladesh Expatriates Business Association (BEBA)kuwait
* সাবেক মধ্যপ্রাচ্য সংবাদাতাঃ লন্ডন ভিত্তিক রেডিও বেতার বাংলা,
* সাবেক মধ্যপ্রাচ্য ব্যুরোচীপঃ লন্ডন টাইমস নিউজ,
এছাড়াও কুয়েত বাংলাদেশ কমিউনিটিতে ও বিশ্ব প্রবাসী কমিউনিটিতে প্রবাসীদের অধিকার আধায়ে একজন সংগঠক ও দলমত নির্বিশেষে সকালের প্রিয়মুখ,
শোষনহীন রাষ্ট্র ও সমাজ ব্যবস্হ কায়েমের লক্ষে গঠিত স্বাধীনতার পর প্রথম রাজনৈতিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের রাজনীতিতে বিভিন্ন সময়ে দেশীয় ও আন্তর্জাতিক পেক্ষাপটে জাসদ জেএসডি’র দলীয় রাজনৈতিক রণকৌশল ঠিক করতে গিয়ে নেতাদের মতপার্থক্য ও বিভক্তি হওয়া সত্বেও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, স্বাধীনতার প্রথম প্রতাকা উক্তোলক বর্তমান জেএসডি’র সভাপতি জননেতা আ স ম আবদুর রবের নেতৃত্বের প্রতি অবিচল আস্তা ও বিশ্বাস রেখে জাসদ জেএসডি’র মূল-ধারার সাথে যুক্ত আছেন,
সদাহাস্যেজ্জল, সদা-আলাপী, নির্ভীক সমাজ বিপ্লবের স্বপ্নবাজ এই সৈনিক আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী ২ সদর আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র মনোনিত যুক্তফ্রন্টের সম্ভাব্য পার্থী হিসেবে দলমত নির্বিশেষে দেশবাসী, ফেনীবাসী,সকল প্রবাসী ও প্রবাসী পরিবারের সদস্যদের সহযোগিতা, সমর্থন ও দোয়া প্রত্যাশা করে।
Discussion about this post