কুয়েতে কর্মজীবন শেষে দেশে ফিরতে যাচ্ছেন কবি ও প্রাবন্ধিক অধ্যাপক সত্যরঞ্জন সরকার। এই প্রবাসী দীর্ঘদিন কুয়েতে কর্মজীবন শেষে দেশে যাচ্ছেন। তিনি একজন রেমিটেন্স যোদ্ধার পাশাপাশী কুয়েতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সহ লেখালেখী সংগঠনের সাথে জরীত ছিলেন। বিশিষ্ঠ এই লেখকের বিদায় লগ্নে তাকে বিদায় সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ লেখক ফোরাম, বাংলাদেশ সাহিত্য অঙ্গণ ও কবি পর্ষদ কুয়েত যৌথভাবে। আল-আমিন চৌধুরী স্বপনের সার্বিক ব্যবস্থাপনায় মহামারী করোনা ভাইরাসে পরিস্থিতি অনুকূলে না থাকায় সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে অধ্যাপক সত্যরঞ্জন সরকারকে বিদায়ী মানপত্র, ক্রেষ্ট এবং ফুল দিয়ে বিদায় জানান রফিকুল ইসলাম ভুলু, আব্দুল হাই ভূইয়া, একে আজাদনূর, কাইয়ূম বাহার, সৈয়দ মুজাহিদ, বাবুল দাসসহ অনেকে। বিদায় লগ্নে দীর্ঘদিনের পথচলায় বিভিন্ন স্মৃতিচারণ করেন উপস্থিত অতিথিবৃন্দ।
Discussion about this post